শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৫

পানি খেতে যাওয়ায় দুই ছাত্রকে পেটালেন শিক্ষক

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২ জুন ২০২২  

ক্লাস ক্যাপ্টেনের অনুমতি না নিয়ে পানি খেতে যাওয়ায় স্কুলশিক্ষক কামরুল ইসলামের বিরুদ্ধে দুই ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে । মঙ্গলবার (৩১ মে) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানিয়ে কোনো বিচার না পেয়ে বড়াইগ্রাম থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীদের পরিবার। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক পলাতক।
আরও পড়ুন: নেত্রকোনায় স্কুল থেকে ধরে নিয়ে শিক্ষার্থীকে মারধর

জানা গেছে, মঙ্গলবার দুপুরে ক্লাস ছিল না। এ সময় নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ২ ছাত্র শাকিল ও রাহুল পানি পান করতে ক্লাস ক্যাপ্টেনের অনুমতি না নিয়েই বের হয়। এতে বিজ্ঞান বিষয়ের শিক্ষক কামরুল ইসলাম কমলের কাছে অভিযোগ করে ক্লাস ক্যাপ্টেন। পরে শিক্ষক এসে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ জানায় দুই ছাত্র।
আরও পড়ুন: হোস্টেলে নির্যাতনের ঘটনা মাকে বলায় স্কুলছাত্রকে অধ্যক্ষের মারধর!

বড়াইগ্রাম রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম জানান, অভিভাবকদের কেউই তার কাছে আসেননি।
এদিকে ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা। 
ওই বিদ্যালয়ে দুই শিফটে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত রয়েছে ২ হাজার ১০০ জন  শিক্ষার্থী।

এই বিভাগের আরো খবর