শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১১ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৪৪

পেঁয়াজের দাম কমে গেছে, কাল-পরশু আরো কমবে : বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯  

 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পেঁয়াজের দাম কমে গেছে। কাল-পরশু আরো কমে যাবে। কার্গো উড়োজাহাজ আগামীকাল বুধবার রাতে আসবে। আজ মঙ্গলবার আসার কথা ছিল। লোড করতে কিছুটা সময় লাগছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আগামী ২০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন একটা করে কার্গো উড়োজাহাজ আসবে। মন্ত্রী আরো জানান, সৌদি কার্গো উড়োজাহাজ ও তুরস্ক থেকে যাত্রীবাহী উড়োজাহাজে পেঁয়াজ আসবে। স্বাভাবিকভাবেই দাম কমে আসবে।

টিপু মুনশি বলেন, ‘প্রথম যেদিন কার্গো আসবে সেদিন ৪০০-৫০০ ট্রাকে করে ওই পেঁয়াজ টিসিবির নিয়ন্ত্রণে ৪৫ টাকা কেজি দরে বিক্রি করা হবে। এতে খরচ পড়ছে ৯০ টাকা। সরকার ভর্তুকি দেবে অর্ধেক টাকা।’

গত সেপ্টেম্বরে পেঁয়াজের দাম বাড়তে থাকে। তখন বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে দাম কমবে। কিন্তু তা হয়নি। এ ব্যাপারে বাণিজ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওই সময় আমাদের যে হিসেব ছিল তাতে ওই তথ্য ছিল। কিন্তু ভারত রপ্তানি বন্ধ করায় আমাদের ক্রাইসিস হয়েছে। আমাদের নিজস্ব উৎপাদনে চাহিদা মিটিয়ে সাত-আট লাখ টন ঘাটতি থাকে। এই সময়ে এসে পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করতে হয়। আমদানি করা পেঁয়াজের বেশিরভাগই আসে ভারত থেকে। ভারত পুরোপুরি বন্ধ করে দেবে এটা জানা ছিল না।’

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা সাধ্যমতো চেষ্টা করছি। অসাধু ব্যবসায়ীরা সংকটের সুযোগ নিয়েছে।’

এই বিভাগের আরো খবর