মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১   ০৭ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৫

শেরপুরের নালিতাবাড়ীতে করোনায় আক্রান্ত শিক্ষক দম্পতি

নালিতাবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১  

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শিক্ষক দম্পতি করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আক্তার করোনা পজিটিভ হয়েছেন। তাঁর স্বামী সরকারি নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলামও করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। স্বামী স্ত্রী দুই জনই বর্তমানে হোম আইসোলেশনে আছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট পলাশিকুড়া ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, বনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আক্তার করোনা পজিটিভ হয়ে তার বাসায় আইসোলেশনে আছেন। তাঁর স্বামীও করোনা পজিটিভ। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদেরকেও পরীক্ষা করা হয়েছে। তাঁদের সবারই নেগেটিভ ফল এসেছে। উপজেলা শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথেই আমরা শিক্ষককে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন বলেন, বনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছে বলে জেনেছি। শিক্ষককে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা নেগেটিভ হওয়ার পর বিদ্যালয়ে যোগদান করবেন।

এই বিভাগের আরো খবর