মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১   ০৭ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৭

তাহিরপুরে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সভা অনুষ্ঠিত 

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২  

আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধিঃমাদক জঙ্গি, বাল্যবিবাহ,ইভটিজিং,সীমান্তের চোরাচালান,যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে সোমবার (১৯সেপ্টেম্বর)সোমবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের বড়ছড়া জিরো পয়েন্ট এলাকায় সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 

তাহিরপুর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত সম্প্রসারিত বিট পুলিশিং সভায় উপজেলা সীমান্তের বিভিন্ন গ্রামের বিচার সালিশ ব্যক্তিত্ব, সমাজকর্মী,জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের মানুষ অংশগ্রহণ করেন। 

 

টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এসআই খাইরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ (ওসি)সৈয়দ ইফতেখার হোসেন।এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মাদক ও জঙ্গীবাদ ধমনে সরকার জিরো টলারেন্সে রয়েছে।অপরাধ প্রবনতা ধমনে পুলিশ জনগণের দোরগোড়ায় বিট পুলিশিং নিয়ে এসেছে।বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের জনগণের উপস্থিতি মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। চোরা চালান, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার ক্রাইম, সমাজের ঝগড়া বিবাদ নিরসন সহ সমাজের সকল ধরনের অপরাধ রোধে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি। এসময় সকল ধর্মীয় উৎসব পালন ও নিরাপত্তা নিয়েও কথা বলেন তিনি।

 

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন,বড়ছড়া কয়লা ও চুনাপাথর  আমদানি কারক গ্রুপের সভাপতি হাজী আলফাজ উদ্দিন খন্দকার,তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রিয়াজ উদ্দিন খন্দকার,শ্রীপুর উত্তর ইউনিয়নের দায়িত্বরত বিট অফিসার এসআই আবু বক্কর সিদ্দিক,বড়ছড়া কয়লা ও চুনাপাথর আমদানি কারক গ্রুপের অর্থ সম্পাদক জাহের আলী, সচিব রাজেস পাল, ট্যাকেরঘাট বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মুক্তার হোসেন, কাস্টমস সুপার আরিফ হোসেন, ১, ২ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মিনারা বেগম, ১ নং ওয়ার্ড মেম্বার শাহ জাহান, ২ নং ওয়ার্ড মেম্বার রাসেদ, ৩ নং ওয়ার্ড মেম্বার শাফিল মিয়া প্রমূখ।

এই বিভাগের আরো খবর