মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১   ০৭ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩২

ভূমি সেবায় দৃষ্টান্ত স্থাপন! বিদায় সহ.কমিশনার ফারহানুর রহমান

লাকসাম প্রতিনিধি 

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৪  

ভূমি সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে লাকসাম থেকে বিদায় নিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান

২২০২ সালে ৭ এপ্রিল এক রৌদুজ্জল দুপুর। সেদিন ছিল ঝলমলে রোদের আলোর ছটা। সেই আলো ছটায় আরোও আলোকিত করতে লাকসামে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন ফারহানুর রহমান। প্র্রজাতন্ত্রের মালিক জনগণ,সরকারি কর্মচারীরা তার সেবক মাত্র। সংবিধানের এই কথাটি হৃদয়ে ধারন করে জনসাধারণের সাথে সু-সম্পর্ক রেখে ভূমি সেবায় অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন লাকসামের সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান।

ভূমি অফিসে সর্বসাধারণের অবাধ যাতায়াত, নামজারী ও জমা খারিজ, মিসকেসসহ জমি সংক্রান্ত যে কোন সমস্যায় সেবাগ্রহিতাদের শেষ আশ্রয়স্থল ছিলেন তিনি। সকল শ্রেনীর মানুষের জন্য তার দরজা সব সময় উম্মুক্ত ছিল। তিনি সকলের সমস্যা মনযোগ দিয়ে শুনতেন এবং সমাধান করতেন। সবার নিকট তিনি ছিলেন একজন সত্যিকারের মানবিক ও ডায়নামিক সহকারী কমিশনার (ভূমি)। সম্প্রতি এ কর্মকর্তার বদলীর খবরে লাকসামের সাধারণ মানুষ চোখের জল ফেলেছে। বিশেষ করে গরীব, অসহায় এবং বঞ্চিত মানুষগুলো তার বিদায় মেনে নিতে কষ্ট হচ্ছে।
গত বৃহস্পতিবার, ৪ এপ্রিল বিকালে উপজেলা ভূমি অফিসে উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান এর পদোন্নতি ও বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। 
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকী এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান। 
অনুষ্ঠানে মুদাফরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলামের প্রানবন্ত উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা ভূমি অফিসের কানুনগো (ভারপ্রাপ্ত) মোঃ মাজিদুজ্জামান, নাজির আইয়ুব আলী, দৌলতগঞ্জ পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা হারুনুর রশিদ,পশ্চিমগাঁও ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেক বিন ওয়ালী প্রমূখ। এ সময় উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ফারহানুর রহমান বিসিএস প্রশাসন কাড্যারের ৩৬ ব্যাচের একজন অত্যন্ত সুদক্ষ কর্মকর্তা। তিনি লাকসাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বিগত ৭ এপ্রিল ২০২২ ইং তারিখ যোগদান করেন। লাকসামে যোগদানের পর থেকে তিনি সততা, কর্মদক্ষতা, মানবিক আচরণের মাধ্যমে সহকর্মী ও সেবা প্রার্থীসহ লাকসামের আপামর জনসাধারণের কাছে বেশ জনবান্ধন হয়ে উঠেন। একজন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে প্রায় ২ বছর লাকসামে দায়িত্ব পালনকালে সর্বোচ্চ কম সময়ে তিনি সততা ও দক্ষতার সাথে রেকর্ড পরিমাণ জমির নামজারী ও জমা খারিজের কার্যক্রম সম্পাদন করে বিভাগে ও জেলা পর্যায়ে বেশ সুনাম অর্জন করেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক পদক্ষেপ ভূমিহীনদের ঘর উপহারের ক্ষেত্রে প্রকৃত ভূমিহীন নির্বাচিত করে দুই শতক জমিসহ সরকারি খাস জমি বন্দোবস্ত প্রদান এবং আশ্রয়ন প্রকল্পের সুষ্ঠু তদারকির মাধ্যমে সুন্দরভাবে সম্পন্ন করেন। একই সাথে তিনি দায়িত্ব পালনকালে সরকারী খাস জমি থেকে অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করা, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ  গ্রহণ করে বালু উত্তোলন বন্ধ করা, অসাধু ব্যবসায়ী বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পণ্যের মান বজায় রাখার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছেন। 
এসব ক্ষেত্রে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার কারনে গরুর মাংসের ৬৫০ টাকা ও বিভিন্ন পন্য নায্যমূলে বিক্রয়ে ব্যবসায়ীরা বাধ্য হয়। এতে সধারণ জনগনের নিকট তিনি বেশ প্রশংসিত হয়েছেন। তিনি সরকারী খাস জমি উদ্ধারের ক্ষেত্রে সব সময় আপোষহীণ ছিলেন। ভূমিসেবায় হয়রানী ও দূর্নীতিরোধে তিনি প্রত্যক ভূমি অফিসে সিসি ক্যামরা চালু করে ভূমিসেবা প্রার্থীদের নিকট তিনি বেশ সুনাম অর্জন করেন। তিনি একজন দেশ প্রেমিক হিসেবে সততা,দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জনের পাশাপাশি ভূমি সেবায় অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। তাই এ মানবিক কর্মকর্তা বদলীর খবর স্বাভাবিক ভাবে মেনে নিতে পারছেন না লাকসামের জনসাধারণ।

বিদায়কালে ফারহানুর রহমান বলেন, লাকসাম আমার কাছে দারুণ কিছু স্মৃতি থাকবে। কোন বিষয়ে কাউকে দুঃখ দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ এলাকার গর্ব ও  অহংকার স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয় এর আন্তরিক সহযোগিতার কারনে লাকসামে ভালভাবে কাজ করা সম্ভব হয়েছে। এজন্য মন্ত্রী মহোদয়ের প্রতি আজীবন কৃতজ্ঞতা। 
উল্লেখ্য,পদোন্নিত জনিত কারনে ফারহানুর রহমানকে চট্টগ্রাম প্রশাসক কার্যালয়ে বদলী করা হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী নিজ দায়িত্ব পালনের পাশাপশি সহকারী কমিশনার (ভূমি) এর অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
 

এই বিভাগের আরো খবর