বুধবার   ১৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১   ০৮ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৩

লায়ন আহাম্মদুজ্জামান জেলা ৩১৫ বি ২ এর গভর্ণর নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে ২০২৩  

গত ৫ ও ৬ ই মে ২০২৩ ইং তারিখে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত দুইদিন ব্যাপি বার্ষিক কনভেনশনে লায়ন জেলা ৩১৫ বি ২ বাংলাদেশের ২০২৩-২০২৪ বর্ষের জন্য জেলা গভর্ণর নির্বাচিত হয়েছেন লায়ন আহাম্মদুজ্জামান এমজেএফ। এর পূর্বে তিনি ২০২১-২০২২ বর্ষে নির্বাচন করে ২য় ভাইস জেলা গভর্ণর পদে এবং ২০২২-২০২৩ বর্ষে প্রথম ভাইস জেলা গভর্ণর পদে নির্বাচিত হন। লায়ন আহাম্মদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিভাগে বিএসসি অনার্স ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি একজন প্রাক্তন লিও লিডার এবং বিএনসিসি, ভয়েজ স্কাউট ও রেড ক্রিসেন্টের সক্রিয় সদস্য ছিলেন। ১৯৬৮ সালে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হরিপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন আহাম্মদুজ্জামান। তার পিতা মরহুম আলহাজ্ব মোহাম্মাদ মোরাদুজ্জামান ছিলেন একজন আদর্শ শিক্ষক এবং মাতা মোসাঃ রাবেয়া খাতুন। পারিবারিক ভাবে ছোটবেলা থেকেই তিনি মানবসেবা ও সমাজ উন্নয়ন কাজে নিজেকে সম্পৃক্ত করে নেতৃত্বের গুণাবলী অর্জনে সক্ষম হন। তিনি বুড়িগঙ্গা লিও ক্লাব গঠন সহ বুড়িগঙ্গা লায়ন্স ক্লাবের সভাপতির দায়িত্ব পালন এবং পরবর্তীতে ক্লাবের পাশাপাশি লায়ন জেলা ৩১৫ বি ২ এর পর্যায়ক্রমে বিভিন্নপদে নিষ্ঠা ও সততার সাথে সকল দায়িত্ব পালন করে একজন সক্রিয় ও জনপ্রিয় লায়ন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সেবায় ব্রত হয়ে ধর্মভীরু আহাম্মদুজ্জামান নৈতিক দায়িত্ববোধ থেকে তার নিজ এলাকা সহ সারাদেশে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান এবং অসহায় মানুষকে নিয়মিত সাহায্য সহযোগীতা করে আসছেন। প্রতিষ্ঠিত ব্যবসায়ী লায়ন আহাম্মদুজ্জামান লায়ন্স ক্লাবের ইন্টারন্যাশনাল কনভেনশন ও বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের জন্য তিনি ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, ইউ এ ই ও জাপান স্বপরিবারে ভ্রমন করেন এবং ব্যাবসায়ীক কাজে সিংগাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, হংকং, দক্ষিন কোরিয়া, নেপাল, সৌদিআরবসহ বিশ্বের বহু দেশে ভ্রমন করেন। পবিত্র হজ্ব এবং স্বপরিবারে ওমরাহ পালন করেন। লায়নিজমের ALLI, ELLI, RLLI, সহ অসংখ্য ট্রেনিং এ অংশগ্রহন করেন আহাম্মদুজ্জামান। বাংলাদেশের টেক্সটাইল স্ক্রীনপ্রিন্টিং মেশিন সরবরাহকারী জগতের তিনি একজন সুপরিচিত মুখ। তিনি আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তার সহধর্মীনী মিসেস জান্নাতুল বাকিয়া ২৬তম বিসিএস শিক্ষা ক্যাডারের একজন সদস্য হিসেবে সহকারী অধ্যাপিকা পদে মোহাম্মদপুর সরকারি কলেজে কর্ম্রত আছেন। জেলা গভর্নর আহাম্মদুজ্জামান মানবতার সেবায় Honesty, Leadership, Quality, Services এর ডাক দিয়েছেন। তিনি ৭ই জুলাই থেকে তিনদিন ব্যাপী যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশলান কনভেনশনে গভর্নর হিসেবে শপথ গ্রহন করার জন্য স্বপরিবারে যুক্তরাষ্ট্রে গমন করবেন।

মানবতার সেবায় তিনি সকলের সহযোগীতা প্রত্যাশী।

এই বিভাগের আরো খবর