শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৩

লাকসামে হাটবাজারে ব্যবসায়ী সেন্টিকেটের পেয়াজের বাজার দরে কারসাজি

মশিউর রহমান সেলিম, লাকসাম

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০  

কুমিল্লা দক্ষিণ বানিজ্যিক নগরী খ্যাত লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজারে পেয়াজের যতেষ্ট মজুদ থাকার পরও বাজার মূল্য নাটকীয় কারসাজিতে ব্যবসায়ী সেন্টিকেটের নিয়ন্ত্রন নিয়ে এলাকায় জনমনে নানাহ বির্তক ঘিরে তোলপাড় চলছে।


স্থানীয় ভোক্তভোগীরা জানায়, এ ব্যাপারে বাজারটির অলিগলিতে মুদি ব্যবসায়ীদের গুদামে প্রচুর পেয়াজ মজুদ থাকার পরও বাজার দর প্রতিনিয়ত পাগলা ঘোড়ার মতো লাপিয়ে লাপিয়ে বাড়ছে। স্থানীয় মজুদদার ব্যবসায়ীরা ভারত থেকে পেয়াজ আমদানী বন্ধ, অদৃশ্য ভাইরাস করোনা ও উত্তরাঞ্চলে বন্যাসহ নানাহ অজুহাতে কৃত্রিম সংকট দেখিয়ে ভোক্তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে গত সাপ্তাহ ধরে কয়েক লাখ টাকা। মনে হচ্ছে  এ সব দেখার কেউ নেই।

 
সুত্রগুলো আরো জানায়, গত কয়েক দিন যাবত বাজারগুলোতে পাইকারী-খুচরা পেয়াজের বাজার দর হঠাৎ বেড়ে যাওয়া কিশের আলামত তা বুঝা বড়ই মুশকিল। একাধিক খুচরা দোকানে পেয়াজের খুচরা  মূল্য ৭০/৭৫ টাকা বিক্রি হলেও পাইকারী ব্যবসায়ীরা পেয়াজের বাজার দর নিয়ে নাটকীয় কথা-বার্তা বিশ্বাসযোগ্য নয় তবে ভোক্তারা বলেছেন ভিন্ন কথা।
অপর দিকে দেশব্যাপি পেয়াজের মূল্য হঠাৎ বৃদ্ধির খবরে নড়ে চড়ে উঠে উপজেলা ও পৌর প্রশাসন। মঙ্গলবার (১৫ ই সেপ্টেম্বর) বিকালে পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়েরের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি উজালা রানী চাকমা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একাধিক মুদি ব্যবসায়ীদের  পেয়াজের মূল্য বৃদ্ধি ঘিরে প্রাথমিক ভাবে অর্থ দন্ড ও সর্তক বার্তা এবং পেয়াজের মূল্য নিয়ে কোন কারসাজি না করার নির্দেশ দেন। স্থানীয় প্রসাসনের হঠাৎ করে বাজার মনিটরে নামলে ৭০/৭৫ টাকা স্থলে কমে প্রতি কেজি পেয়াজ ৪০/৪৫/৫০ টাকায় বিক্রি হয়েছে।


স্থানীয় ভোক্তারা জানায়, গত কয়েক দিন যাবত পেয়াজের মূল্য বৃদ্ধি গুজবে লাকসাম পৌরসভা ও উপজেলা প্রশাসন সহ পুলিশ বাজার মনিটরিং এ নামলে কিছুক্ষনের জন্যে পেয়াজের বাজার মূল্য প্রায় অর্ধেকে নেমে আসে। ঘন্টা দেড়েক পরে পেয়াজের বাজার আবারো পূর্বের মূল্যে ফিরে যায়। এ অভিযানকে স্থানীয় লোকজন অভিন্দন জানালেও ভোক্তভোগীরা দেখছেন ভিন্ন চোখে। প্রশাসনের বাজার মনিটরিং আরো ৬/৭ দিন আগে নামার প্রয়োজন ছিলো। দেখা যাক এ অভিযানের সফলতা কতটুকু প্রভাব পড়ে পেয়াজের মূল্য বাজারে তা অবশ্য উপজেলা ও পৌরসভা প্রশাসনের বাজার মনিটরিং এবং তৎপরতার উপর নির্ভর করবে বলে অভিমত বিভিন্ন শ্রেনী পেশার মানুষের।

এই বিভাগের আরো খবর