শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৭৭

মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ইঞ্জি. কামরুজ্জামানের সাফল্য গাঁথা!

শারমিন আক্তার,জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০  

মাদক সন্ত্রাস দূর্নীতি দমন ও সামাজিক  অন্যায় অবিচার নির্মূলের লক্ষ্যে মেলান্দহ উপজেলার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান  নিরলসভাবে নিরীহ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।মাঠ পর্যায়ে তিনি ছুটে বেড়াচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে চেয়ারম্যান এই উদ্যোগ। মঙ্গলবার কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় ও এই প্রজেক্টের যুগ্ন সহকারী অফিসার  শেখ মেহেদী মোহাম্মদ ও তার সহযোগীদের সার্বিক সহযোগিতায়  ৯নং ঘোষের পাড়া ইউনিয়নের ৩১৫ জনকে সরকারি গরু প্রদান করা হয়েছে।কেউ যেন একটি টাকাও না ঠকে বা কোন দূর্নীতির স্বীকার না হয় তার সার্বক্ষণিক দেখভালের দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তামিম আল ইয়ামিন ও উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান। উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামানের নিরলস  প্রচেষ্টায় উপজেলার আর্থসামাজিকতার এক বৈপ্লবিক  পরিবর্তন সাধিত হয়েছে। উপজেলার চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের দীর্ঘায়ু কামনায় করছেন মেলান্দহ উপজেলা বাসী।

এই বিভাগের আরো খবর