শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০৯

মুকসুদপুর উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৯  

গোপালগঞ্জের মুকসুদপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ ব্যাপক সাড়ম্বরে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত ৩য় ধাপে তফসিল মতে ২৪মার্চ মুকসুদপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৬ ফেব্রæয়ারী মুকসুদপুর সহকারী রিটার্নিং অফিসারের নিকট প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। সহকারী রিটার্নিং অসিার ও উপজেলা নির্বাচন অফিসার খোরশেদ আলম জানান নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা চেয়ারম্যান ৫জন, ভাইস চেয়ারম্যান ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন মুকসুদপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মহিউদ্দিন আহমেদ মুক্তু মুন্সী, সাবেক মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. কাবির মিয়া, বাংলাদেশ আওয়ামীলীগ সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য তইমুজ্জামান রানা, জাকের পার্টির মুকসুদপুর উপজেলা কমিটির সভাপতি সাজ্জাদ মিয়া।

ভাইসচেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন এ.বি.এম. মাসুদুর রহমান, পরিতোশ সরকার, মো. রবিউল ইসলাম, দুলাল হোসেন মুন্সী, রফিকুল ইসলাম মিরন, সঞ্জিত সরকার, মো. মিজানুর রহমান মোল্যা, সৈকত মন্ডল। 

নারী ভাইসচেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন তাপসী বিশ্বাস দুর্গা, হারিজা আক্তার, বিপ্লবী রায়, রেঞ্জুয়ারা বেগম, রিনা বেগম। 
 

এই বিভাগের আরো খবর