শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১১ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৫০

ভোলাহাটে মাটির নিচে পাওয়া গেল কষ্টিপাথরের দুটি মূর্তি

আব্দুল্লাহ আল মামুন

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাটি খনন করতে গিয়ে
কষ্টিপাথরের দুটি মূর্তি পাওয়া গেছে। সোমবার বেলা ১১টার
দিকে মূর্তি দুটি উপজেলার দলদলী ইউনিয়নের পুরাতন
বড়াইপাড়া গ্রাম থেকে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে
টাস্কফোর্স। উদ্ধারকৃত মূতি দুটির দাম প্রায় দেড় কোটি
টাকা বলে বিজিবি জানিয়েছে।
জানা গেছে, পুরাতন বড়াইপাড়া গ্রামের আমরিট্রাইং
(ডাইং) নামক স্থানে মাটি খননের সময় কষ্টিপাথরের মূর্তি
দুটি দেখতে পান শ্রমিকরা। শ্রমিক মো. তোজিবুল জানান,
ওইদিন গ্রামের মো. শুকুরের জমিতে পানি নিষ্কাশনের জন্য
মাটি খনন করতে যায়। মাটি খনন করার সময় মূর্তি দুটি
দেখতে পাই। এ সময় খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. বাবু
ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
মোজাম্মেল হককে জানান।
চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, মূর্তি পাওয়ার খবর পেয়ে
তাৎ¶ণিক গ্রামপুলিশ দিয়ে উদ্ধার করতে বলি। পরে পুলিশ ও
বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তি দুটি উদ্ধার
করে দলদলী ইউনিয়ন পরিষদ চত্বরে নেয়া হয়। এ সময় ভোলাহাট
উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম সেখানে
উপস্থিত হন। তিনি মূর্তি দুটি উপজেলা পরিষদ চত্বরে নিয়ে
যান।

এদিকে মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে কষ্টিপাথরের মূর্তি
দুটি দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপজেলা চত্বরে ভিড়
জমান।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম জানান,
মূর্তি দুটি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের
ট্রেজারিতে পাঠিয়ে দেয়া হয়েছে। সেখান থেকে মূর্তি
দুটি পরে প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে মুঠোফোনে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের
অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা বলেন, স্থানীয়দের
সহযোগিতায় টাস্কফোর্স অত্যন্ত মূল্যবান মূর্তি দুটি
উদ্ধার করে। উদ্ধারকৃত মূর্তির মধ্যে একটি পার্বতি(দুর্গা)
মূর্তি। যার ওজন প্রায় ৮২ কেজি ৪০০ গ্রাম। অন্যটি
(সাধারণ মূর্তি) সাড়ে ৬৯ কেজি। যার মূল্য১কোটি ৫১ লাখ
৯০হাজার কোটি টাকা। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে
এমন সহযোগিতা পেলে সীমান্তে চোরাচালান বন্ধ সহজ হবে।

এই বিভাগের আরো খবর