বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৪ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৮৬

ব‌ঙ্গোপসাগ‌রে ৩২টি ট্রলারসহ ৬ শতা‌ধিক ভারতীয় জে‌লে আটক

প্রকাশিত: ৭ জুলাই ২০১৯  

পটুয়াখালীর পায়রাবন্দর সংলগ্ন দক্ষিণ ব‌ঙ্গোপসাগ‌রে অ‌বৈধভা‌বে দে‌শের জলসীমায় মাছ শিকা‌রের অ‌ভি‌যো‌গে ৩২টি ভারতীয় ফি‌শিং ট্রলারসহ ৬ শতা‌ধিক জে‌লে‌কে আটক ক‌রে‌ছে পটুয়াখালীর কোস্টগার্ড।

তা‌দের‌কে বর্তমা‌নে পায়রাবন্দ‌রে রাখা হ‌য়ে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন কলাপাড়া কোস্টগা‌র্ডের ক‌ন্টি‌জেন্ট অ‌ফিসার (পে‌ডি) মোঃ বাবুল আক্তার ও রেজাউল ক‌রিম। তারা জানান, সাগ‌রে টহলরত অবস্থায় তা‌দের‌কে আটক করা হ‌য়ে‌ছে।

য‌দিও ভারতীয় জে‌লেরা জানি‌য়ে‌ছে যে, ঝ‌ড়ের কব‌লে প‌ড়ে তারা বাংলা‌দে‌শের জলসীমায় প্র‌বেশ ক‌রে‌ছে। অপর‌দি‌কে এসব ট্রলা‌রে মাছ বা‌দে অন্য কোন অ‌বৈধ মালামাল আ‌ছে কিনা তা খু‌ঁজে দেখা হ‌চ্ছে ব‌লে পে‌ডি রেজাউল ক‌রিম জানান।

তি‌নি আ‌রো জানান, ট্রলারগু‌লো বর্তমা‌নে পায়রা বন্দ‌রে রাখা আ‌ছে আর জে‌লে‌দের তা‌লিকা চল‌ছে। কোনো ট্রলা‌রে ২০জন, ২২জন, আবার কোন ট্রলা‌রে ১৮জন, ১৭জন ক‌রে জে‌লে র‌য়ে‌ছে; যেকার‌ণে আটককৃত জে‌লের প্রকৃত স‌ঠিক সংখ্যা জানা‌নো সম্ভব হ‌চ্ছেনা।

অপর‌দি‌কে পে‌ডি বাবুল আক্তার জানান, আজ দুপু‌রে পায়রাবন্দর সংলগ্ন ব‌ঙ্গোপসাগ‌রে টহলরত অবস্থায় সাগর থে‌কে ভারতীয় ট্রলারগু‌লো আটক করা হ‌য়ে‌ছে। উর্দ্ধতন কর্তৃপ‌ক্ষের সা‌থে আলাপ ক‌রে পরব‌র্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর