বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৭০৭

নুসরাতকে হত্যার প্রতিবাদে লাকসামে মানববন্ধন

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯  

ফেনী সোনাগাজী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির আগুন দিয়ে হত্যার প্রতিবাদে ওই মাদ্রসার অধ্যক্ষের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে বাইপাসে লাকসাম মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবীতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। 
এসময় মানব বন্ধনে উপস্থিত ছিলেন, লাকসাম মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম হেলালী, উপদেষ্টা আবদুর রব মজুঃ, পরিচালক মোঃ জামাল হোসেন, অধ্যক্ষ মোঃ রমিজ উদ্দিন, উপাধক্ষ্য সাংবাদিক এম আক্তার মুকুল, সিনিয়র শিক্ষক আবদুল কাইয়ুম, আলী আজগর, মনির হোসেন, রবিউল হোসেন সবুজ, কবির হোসেন, আসিফ, শিক্ষার্থী লিজা আক্তার, মাহমুদা আক্তার, আনোয়ারা আক্তার নিশী, জিহাদ, মুন্নাসহ অত্র স্কুলের সকল শিক্ষার্থীবৃন্দ।       
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামের লেবাস ধারণ করে মানুষ রূপী কিছু নিকৃষ্ট ব্যক্তি এসব অপকর্ম করে শিক্ষা ব্যবস্থাকে কুলুষিত করেছে তাদের আইনের মাধ্যমে কঠিন বিচার হওয়া দরকার। অন্যাথায় এদের অপরাধ মওকুফ হলে অন্যরা অপরাধ করতে দ্বিধাবোধ করবে না। নুসরাতকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের যেন ফাঁসি হয় এ দাবীতে আমরা আন্দোলন করে যাব। 
 

এই বিভাগের আরো খবর