শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৫

দ্বিতীয় ফ্লাইটেও যেতে পারেননি ৯ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ৬ জুন ২০২২  

হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন যাত্রীরা, ছবিটি আশকোনার হজক্যাম্প থেকে তোলা
হজ ফ্লাইট শুরুর দ্বিতীয় দিনে ঢাকা ছেড়ে গেছেন ৪০৬ হজযাত্রী। তবে এই ফ্লাইটে নয়জন যাননি।
সোমবার (৬ জুন) দুপুরে হজ অফিসের পরিচালক যুগ্ম সচিব মো. সাইফুল ইসলাম একথা জানান।


তিনি বলেন, বিমানের ধারণ ক্ষমতা ৪১৫ জন। তবে আজকে ৪০৬ জন হজযাত্রী ঢাকা ছেড়েছেন। বাকি নয়জন রিপোর্টিং করেননি।
শেষ মুহূর্তেও তারা কেন হজক্যাম্পে রিপোর্ট করেননি তা জানাতে পারেননি হজ অফিসের এই কর্মকর্তা।

এর আগে রোববার (৫ জুন) ৪১০ হজযাত্রী নিয়ে সৌদি আরব যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট। এই ফ্লাইটে পাঁচ হজযাত্রী যাননি। তাদের মধ্যে একজনের করোনা পজেটিভ হয়েছিল। আর তিনজন আসেননি। আরেকজনের কাগজে ছিল সমস্যা।

হজ অফিসের পরিচালক বলেন, যারা প্রথম ফ্লাইটে গেছেন, তারা সুস্থভাবে সেখানে পৌঁছাতে পেরেছেন বলে খবর পেয়েছি।
jagonews24

হজ অফিসের পরিচালক যুগ্ম সচিব মো. সাইফুল ইসলাম

ভিসা প্রসঙ্গে তিনি বলেন, বেসরকারি ফ্লাইট শুরু হবে ৯ জুন থেকে। যারা বেসরকারিভাবে যাবেন, তাদের মধ্যে দুই হাজার ২০০ জন যাত্রীর ভিসা হয়ে গেছে। আশা করি বাকিগুলোতেও কোনো সমস্যা হবে না। আমাদের হাতে আর দুদিন সময় আছে।

করোনা পরীক্ষা প্রসঙ্গে মো. সাইফুল ইসলাম বলেন, বেশিরভাগ যাত্রীই নিজের মতো করে করোনা পরীক্ষা করান। আমাদের ক্যাম্পে পরীক্ষার জন্য খুব কম আসেন। প্রথম ফ্লাইটে যিনি করোনার জন্য বাদ পড়েছেন, তিনি হজ অফিসেই আসেননি। তিনি তার মতো করে চলে গেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ৫৭ হাজার ৫৮৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

এই বিভাগের আরো খবর