শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৪

দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় ইউএনও কর্তৃক গণশুনানি

জামিউল ইসলাম তুরান, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০  

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন নাহার শাম্মী কর্তৃক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।  

গণশুনানিতে ইউএনও জেবুন নাহার শাম্মী ইউনিয়নের সাধারণ মানুষের নানা অভিযোগ ও দাবির কথা শুনেন। 

অনুষ্ঠানে প্রায় শতাধিক মানুষ নিজেদের বিভিন্ন চাহিদার কথা বলেন। রাস্তা, ঘর-বাড়ি, বাড়ি তৈরির জন্য টিন, স্যানেটারি ল্যাট্রিন, গভীর নলকূপ, কবরস্থান তৈরিতে মাটি, ঈদগাহ সংস্কার, বিভিন্ন ভাতার চাহিদা, সেবা প্রদানের নাম করে অনিয়মের অভিযোগসহ অন্যান্য চাহিদার কথা শুনেন ইউএনও। এবং চাহিদা অনুযায়ী উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবরে আবেদন করতেও বলেন তিনি।  

এসময় উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক, ইউনিয়ন পরিষদের সচিব মো. হারুনুর রশিদ, প্যানেল চেয়ারম্যান শওকতুল ইসলাম, সংরক্ষিত (মহিলা) আসনের সদস্যা করিমা বেগম, লাকী আকতার, মিলন বিবি, সদস্য আলী আহমদ, মকবুল হোসেন, আঞ্জব আলী, আবদুল হান্নান, ক্ষিতিশ দেবনাথ, রনজিৎ সূত্রধর, কবিন্দ্র দাস কবি, মো. নুরুল হক, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম তুরান, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মাহমুদুল ইসলাম লালন, যুবলীগ নেতা আজাদুল হক, সমাজকর্মী আবদুল কাইয়ুম, ফয়েজ মিয়া, শাফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আন্দুল বাছির, ইসলামুল হক জয়েন, সজরুল ইসলামসহ ইউনিয়নের সাধারণ মানুষ।
 

এই বিভাগের আরো খবর