শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১১ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১০১

তালেবানের গুলিতে নিহত ভারতীয় সাংবাদিক পেলেন পুলিৎজার

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১২ মে ২০২২  

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২০২২ সালে মরণোত্তর পুলিৎজার পুরস্কার পেয়েছেন ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী। এ নিয়ে তাকে দ্বিতীয় বার পুলিৎজার পুরস্কার দেওয়া হলো। 

তিনি রয়টার্স সংবাদ সংস্থার চিত্র সাংবাদিক ছিলেন। ভারতে করোনা আবহের খবর সংগ্রহের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়। খবর আনন্দবাজারের
এর আগে রোহিঙ্গা শরণার্থী সংকটের ছবি বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য ২০১৮ সালে প্রথম ভারতীয় হিসেবে দানিশ এবং আদনান আবিদি পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন।
২০২১ সালের ১৬ জুলাই কান্দাহারে আফগান বাহিনী এবং তালিবানের সংঘাতের খবর সংগ্রহ করতে গিয়ে নিহত হন দানিশ।

দানিশ ছাড়াও কোভিড আবহে বিশেষ অবদানের জন্য আদনান আবিদি, সান্না ইরশাদ মাট্টু এবং অমিত ডাভে-কেও এ বছর পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে। আদনানেরও এটি দ্বিতীয় পুলিৎজার পুরস্কার।
সাংবাদিকতা, বই লেখা, নাটক এবং সংগীত জগতে বিশেষ অবদানের জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয়।

কিয়েভ-মস্কো সংঘাতে সাংবাদিকতার অনবদ্য নিদর্শনের জন্য পুলিৎজার মঞ্চে ইউক্রেনের সাংবাদিকদের কথা উল্লেখ করে বিশেষ সম্মান দেওয়া হয়।

নিউইয়র্ক সিটিতে অবস্থিত কলম্বিয়া ইউনিভার্সিটি প্রতি বছর এ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। গত সোমবার (৯ মে) পুলিৎজার পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত।

এই বিভাগের আরো খবর