শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮২

চাঁদপুর ফরিদগঞ্জে তেলবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ১

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০  

চাঁদপুর ফরিদগঞ্জে তেলবাহী গাড়ি এবং সিএনজিও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ১ জন আহত হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে ৭ঃ৩০ মিনিট সময় চাঁদপুর- ফরিদগঞ্জ-রায়পুর সড়কের সরকারি হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, রায়পুর উপজেলার সিএনজি চালক জাহাঙ্গীর (৪০) ও ফরিদগঞ্জের চরবড়ালি গ্রামের রুমা বেগম(৩০) গুরুতর আহত মামুন (৩৫) কে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

রায়পুর থেকে ফরিদগঞ্জের দিকে আসার সময় চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে
তেলবাহী গাড়ি এবং সিএনজি ও অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। তেলবাহী গাড়ি ও সিএনজি অটোরিক্সাটি পাশে পড়ে যায়। এতে সিএনজি অটোরিক্সার তিনজন যাত্রী গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাদের দ্রুত উদ্ধার করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: সুব্রত সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সংঘর্ষে সিএনজির মধ্যে থাকা তিনজন যাত্রীর ২ জন নিহতন ১ জন গুরুতর আহত হয়।
সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন ঘটনাস্থলে পোর্স নিয়ে চলে আসে। তিনিও ২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
 

এই বিভাগের আরো খবর