শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৫

খাবারের সন্ধানে লোকালয়ে অজগর!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০১৯  

আবাসস্থল ছেড়ে খাবারের সন্ধানে লোকালয়ে নেমে এসেছে ৮ ফুট দৈর্ঘ্য ও প্রায় ৯ কেজি ওজনের একটি অজগর সাপ।

শুক্রবার সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজার বায়তুল আমান জামে মসজিদের সামনের নালা থেকে বেরিয়ে সাপটি সড়ক পারাপারের সময় স্থানীয় লোকজনের চোখে পড়ে।

ওই সময় অজগরটিকে মেরে ফেলার জন্য গণপিটুনি দিতে উদ্যত হয় স্থানীয় যুবকরা। তবে বাজারের দুই ব্যবসায়ী মো. ওসমান ও আবদুল মোতালেব অজগর সাপটিকে উদ্ধার করে ফয়’স লেকের চট্টগ্রাম চিড়িয়াখানায় নিয়ে আসেন বলে জানান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

তিনি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের পাহাড়ি এলাকা থেকে অজগর, হরিণসহ যে কোনো বন্যপ্রাণী লোকালয়ে নেমে এলে নির্বিচারে হত্যা না করে প্রশাসনকে জানানোর জন্য ইউপি চেয়ারম্যান, সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে রেখেছি। নির্বিচারে বন্যপ্রাণী নিধনের বন্ধে সচেতনতা সৃষ্টি করছি আমরা।

এদিকে চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ গণমাধ্যমকর্মীদের বলেন, বনাঞ্চল উজাড় হওয়ায় খাদ্যাভাবে লোকালয়ে নেমে আসছে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এসব বন্যপ্রাণীকে নির্বিচারে মেরে ফেলা হয়। যা খুবই দুঃখজনক।

তিনি আরও জানান, শুক্রবার বিকেল চারটায় হাটহাজারীর আমানবাজার থেকে মো. ওসমান একটি অজগর উদ্ধার করে চিড়িয়াখানায় হস্তান্তর করেছেন। অজগরটি সুস্থ আছে এবং খাঁচায় ছেড়ে দেয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর