বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬০

কুড়িগ্রাম জেলার ৭৮টি বিটে একযোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০  

‘নিরাপদ নারী নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ’ এই স্লোগানে সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে কুড়িগ্রাম জেলার ৭৮টি বিটে একযোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলা খান বিপিএম।

কুড়িগ্রাম পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু। কুড়িগ্রাম পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মো: জাফর আলী।

কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে ইউপি চেয়ারম্যান মো: রেদওয়ানুল হক দুলালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আউয়াল প্রমুখ।

এছাড়াও জেলার ৭৮টি বিট পুলিশিং- সমাবেশে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহন করেন।

এই বিভাগের আরো খবর