শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৬

ইন্টারন্যাশনাল আইকন এওয়ার্ড পেলেন বিইউ পরিচালক ইঞ্জিঃ কাজী তাইফ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২  

বাংলাদেশ ইউনিভার্সিটির পরিচালক ইঞ্জিঃ কাজী তাইফ সাদাত ইন্টারন্যাশনাল আইকন এওয়ার্ড ২০২২ অর্জন করেছেন। আজ ২৭ শে ফেব্রুয়ারী ভারতের আইআইএ প্রতিষ্ঠান থেকে শিক্ষা উদ্যোক্তা হিসেবে তিনি এ পুরস্কার অর্জন করেন। 


একটি আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষে শিক্ষা উদ্যোক্তা ইঞ্জিঃ কাজী তাইফ সাদাত কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিপুল সংখ্যক উদ্যোক্তা তৈরী করতে চান। সেই লক্ষে তিনি ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছেন। যেমন: ইনোভেশন ল্যাব, স্টার্টআপস এবং বিশ^বিদ্যালয় পর্যায়ে এন্টাপ্রেনারশিপ চালু করা ইত্যাদি।

এছাড়া উদ্যোক্তা উন্নয়নের জন্য তিনি বিভিন্ন স্কুল-কলেজ, বিশ^বিদ্যালয়, শিক্ষা এবং সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত। ইঞ্জিঃ তাইফ বাংলাদেশ ইউনিভার্সিটি ও জাহান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ছাড়াও স্মাইল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
 

এই বিভাগের আরো খবর