বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৪ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭৩

আপনি জঙ্গি বললেই তিনি সেটা হয়ে যাবেন না: শোয়েব

প্রকাশিত: ১৩ জুলাই ২০২০  

বিগ বি অমিতাভ বচ্চনের সুস্থতা কামনায় টুইট করেছেন সাবেক পাক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। টুইটে আফ্রিদি লেখেন, ‘অমিতাভ বচ্চন ও জুনিয়র বচ্চনের জন্য দোয়া রইল। আশা করি দ্রুত ও ভালোভাবে আরোগ্য লাভ করবেন।’

অমিতাভ বচ্চনের করোনামুক্তির জন্য দোয়া চেয়ে টুইট করেছেন সাবেক পাক গতি তারকা শোয়েব আখতারও।

রাওয়ালি পিন্ডি এক্সপ্রেস টুইট করেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আপনার জন্য প্রার্থনা করছি। ’

এমন টুইটকে অবশ্য ভালোভাবে নেয়নি কিছু ভারতীয় নেটিজেন।

শোয়েব আখতারের এমন শুভকামনায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।

অনেকে শোয়েবকে আক্রমণও করেছেন রিটুইটে।

অ্যান্টম্যান নামের এক ভারতীয় টুইট করে লেখেন, ‘সীমান্তের ওপারে জঙ্গিরা থাকে। তাই দ্রুত সুস্থতা কামনা করে কোনো প্রার্থনা আমরা চাই না।’

আর সেই নেটিজেনের এমন মন্তব্যে ক্ষেপে যাননি এই সাবেক পাক পেসার। খুব ঠাণ্ডা মাথায় জবাবও দিয়েছেন। অনেকের মতে, ওই ভারতীয় নেটিজেনকে যেন বাউন্সারে বোল্ড করলেন শোয়েব।

জবাবে শোয়েব লেখেন, ‘সৃষ্টিকর্তা মানুষের প্রার্থনা শোনেন। কে জানে কার প্রার্থনা তিনি কখন মেনে নেন। আপনি কাউকে জঙ্গি বলে আখ্যা দিলেই সে ব্যক্তি জঙ্গি হয়ে যাবে না। আল্লাহ আপনার মঙ্গল করুন।’

শেয়েবের এমন জবাবের পর চুপ হয়ে গেছেন ওই টুইট করা ব্যক্তি।

এই বিভাগের আরো খবর